রৌমারীতে বাল্যবিয়ে প্রতিরোধে কুইজ প্রতিযোগিতা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ‘বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ মেনে চলি, বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠন করি’ প্রতিপাদ্যে কিশোর-কিশোরীদের সচেতন করতে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলার যাদুরচর কিশোর-কিশোরী ক্লাবে এ প্রতিযোগিতা হয়। কিশোর-কিশোরীরা দলগতভাবে বাল্যবিয়ে, অধিকার সচেতনতা ও সুরক্ষা বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিয়ে সমাজের জন্য বড় অভিশাপ। এর কারণে কিশোরীর শৈশব ও ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। বাল্যবিয়ে প্রতিরোধে শুধু সরকার নয়, পরিবার ও সমাজকেও সচেতন হতে হবে। কিশোর-কিশোরীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের সঠিক তথ্য ও শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার মাসুদ পারভেজ রুবেল, শিক্ষক নাসির হোসেন নিলয়, রুনা আক্তারসহ ক্লাবের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে যাদুরচর যুব সমাজ কল্যাণ সংস্থা (জেজেএসকেএস)। সহযোগিতায় ছিল চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ।