ঝিনাইদহ সীমান্তে ৬ কোটি টাকার স্বর্ণবার জব্দ

ভারতে পাচারকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩১টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ৬০/৭০-আর এর কাছাকাছি এলাকায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়। তিনি বাংলাদেশ থেকে ভারতের দিকে অগ্রসর হচ্ছিলেন। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি সঙ্গে থাকা তিনটি পোটলা ফেলে দিয়ে বৃষ্টির মধ্যে ভারতের দিকে পালিয়ে যান।
পরবর্তীতে ফেলে যাওয়া পোটলা খুলে ৩১টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৪ কেজি ২০৩.১১ গ্রাম। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা।
মহেশপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক (অতিরিক্ত পরিচালক) আবু হানিফ মো. সিহানুক জানান, উদ্ধারকৃত স্বর্ণের ব্যাপারে মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জব্দ তালিকা প্রস্তুত করে স্বর্ণগুলো ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।