ঝিনাইদহে ইয়াবাসহ যুবক আটক

আটক মিজানুর রহমান। ছবি : এনটিভি অনলাইন
ঝিনাইদহের কালীগঞ্জে ২৪০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৩৫) নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। আটক মিজানুর কাশিপুর গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার (১১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কালীগঞ্জ থানার পরিদর্শক (এসআই) রানাপ্রতাপ ঘোষ।
রানাপ্রতাপ ঘোষ জানান, গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কাশিপুর গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তার উঠান থেকে ২৪০ পিস ইয়াবাসহ মিজানুরকে আটক করা হয়।