পরিচ্ছন্নতা ও মশক নিধনে ডিএসসিসির বিশেষ অভিযান

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অঞ্চল-৭-এর ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডে (গ্রিন মডেল টাউন-মান্ডা এলাকা) বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।
সকাল ৬টায় শুরু হওয়া এই অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী অংশ নেন। স্থানীয় জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা-আবর্জনা পরিষ্কার ও মশার ওষুধ ছিটানো হয়।
এছাড়া জনসচেতনতা বাড়াতে স্থানীয় বাসিন্দা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিডি ক্লিনের সদস্যদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, নগরবাসীর পরিচ্ছন্নতা অভ্যাস পরিবর্তনের লক্ষ্য নিয়ে পরিচালিত এই বিশেষ অভিযানের ইতিবাচক প্রভাব এখন দৃশ্যমান।
রেজাউল মাকছুদ জাহেদী আরও বলেন, এসব অভিযান স্থানীয় জনগণের সঙ্গে সিটি করপোরেশনের সম্পর্ক উন্নয়ন ও অঞ্চলভিত্তিক পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা রাখছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, নাগরিক সম্পৃক্তকরণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নই অভিযানের মূল উদ্দেশ্য। ডিএসসিসির ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমে নাগরিকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। তাই অঞ্চলভিত্তিক এই বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অব্যাহত থাকবে।
ডিএসসিসি জানায়, পুরো জুলাই মাস জুড়ে প্রতিটি অঞ্চলে পর্যায়ক্রমে এই ধরনের বিশেষ অভিযান পরিচালিত হবে।