সাতক্ষীরায় ইসির আসন বিন্যাসের ঘোষণায় শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরায় জাতীয় সংসদের আসন বিন্যাসের পরিবর্তন দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। আজ বুধবার (৩০ জুলাই) সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন পরিবর্তনের প্রতিবাদে শ্যামনগর উপজেলায় ক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ মিছিলে ‘আশাশুনি শ্যামনগর মানি না মানব না’, ‘শ্যামনগর আছে, থাকবে’, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানব না’—এমন নানা স্লোগান দিতে দিতে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির নেতারাসহ স্থানীয় জনতা।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লেখেন, ‘নতুন বাংলাদেশের প্রত্যাশায় ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। সাতক্ষীরায় পাঁচটি আসন ফিরে পেতে চাই।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগরের সঙ্গে আশাশুনি উপজেলা যুক্ত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। একজন লেখেন, ‘বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর, যা দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। নির্বাচন কমিশন কি ভুলে গেছে? নির্বাচন কমিশন থেকে ঘোষিত আসন পুনর্নির্ধারণ বোকামি ছাড়া আর কিছুই নয়। আমরা এই ঘোষিত আসন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান ও তীব্র প্রতিবাদ জানাই। শ্যামনগর উপজেলাকে তার পূর্বের স্বকীয়তায় ফিরিয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা বলছেন, নতুন এই সীমানা পরিবর্তন জেলার রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরার দুটি আসনসহ দেশের মোট ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এই তথ্য জানান।
নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা) এবং সাতক্ষীরা-৪ (আশাশুনি ও শ্যামনগর উপজেলা) আসনের সীমানায় পরিবর্তন আনা হচ্ছে। নতুন আসন বিন্যাসে দেশের বিভিন্ন এলাকায় বড় ধরনের পরিবর্তন আসছে—যেমন গাজীপুরে একটি আসন বেড়েছে, আর বাগেরহাটে একটি আসন কমেছে।
সীমানা পুনর্নির্ধারণ আইন ২০২১-এর ধারা-৬ অনুযায়ী প্রশাসনিক একক, ভৌগোলিক অখণ্ডতা ও সর্বশেষ আদমশুমারির জনসংখ্যা ভিত্তিক এই বিন্যাস করা হয়েছে। এবারে প্রতিটি আসনে গড়ে প্রায় চার লাখ ২০ হাজার ভোটার থাকবে।
কারিগরি কমিটির প্রতিবেদনে দেশে সবচেয়ে বেশি ভোটারসংখ্যার জেলা গাজীপুরে আসন বাড়ানোর এবং সবচেয়ে কম ভোটারসংখ্যার জেলা বাগেরহাটে আসন কমানোর প্রস্তাব গৃহীত হয়েছে। সাতক্ষীরার পাশাপাশি পঞ্চগড়, রংপুর, সিরাজগঞ্জ, শরীয়তপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামসহ আরও অনেক জেলার একাধিক আসনেও পরিবর্তন আসছে।