সমতা ও ইনসাফ প্রতিষ্ঠায় নতুন সংবিধান রচনা করা হবে : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের মানুষ সমতা, ন্যায্যতা ও ইনসাফ চায়। তাদের এই প্রত্যাশা পূরণেই নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। রচনা করা হবে নতুন সংবিধান।’
বুধবার (৩০ জুলাই) রাতে সাভারের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে জুলাই পদযাত্রার এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এনসিপিনেতা নাহিদ ইসলাম বলেন, ‘গত এক মাস ধরে বাংলাদেশের পথে-প্রান্তরে জুলাই পদযাত্রা করা হয়েছে। পদযাত্রায় যে জনস্রোত নেমে এসেছিল, তাতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে। নানা প্রোপাগান্ডা হয়েছে। বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে। হামলা করা হয়েছে আমাদের ওপর, কিন্তু আমরা থেমে যায়নি।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘এই পদযাত্রা ও জনস্রোত কোনটিকেই থামানো যায়নি। আগামীর বাংলাদেশে এই জনস্রোতকে থামানো যাবে না।’
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ দলের অন্যান্য নেতারা।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, ‘পুরনো পথের সহিংস রাজনীতিতে আমরা আর ফেরত যাব না। মতের পার্থক্য থাকবে। মতবিরোধ থাকবে। সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু প্রতিহিংসা, সহিংসতা, প্রাণনাশের হুমকি—সেই পুরনো সাংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না।’
পরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাভারে একটি কমিউনিটি সেন্টারে শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতারা।