গাজীপুরে শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শাপলা বিলে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পাঁচুয়া এলাকার বাউনপাড় বিল সংলগ্ন বন্দে আলী হাজী বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গাজীপুর মহানগরের টেংরা টেপির বাড়ির বাসিন্দা নুর আলমের ছেলে মাহিন (১৬)। অপরজনের নাম বায়োজিদ (৩৫)। তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে পাঁচ বন্ধু মিলে বিল এলাকায় শাপলা ফুল তুলতে যান। একটি ছোট ডিঙি নৌকা ভাড়া করে তারা বিলের পানিতে নামেন। কিছুদূর যাওয়ার পর নৌকাটি ভারসাম্য হারিয়ে হঠাৎ কাত হয়ে যায়। এতে মাহিন ও বায়োজিদ পানিতে পড়ে গিয়ে ডুবে যান। বাকি তিন বন্ধু সাঁতরে তীরে উঠলেও ওই দুজন তলিয়ে যান।
স্থানীয় লোকজন চিৎকার শুনে ছুটে এসে দ্রুত উদ্ধার তৎপরতা চালান। প্রায় আধা ঘণ্টা পর ঘটনাস্থলেই একজনের মরদেহ উদ্ধার করা হয়। অন্যজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পানিতে ডুবে গিয়ে তার শ্বাসনালিতে পানি ঢুকে যায়, যার ফলে প্রচণ্ড শ্বাসকষ্টে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
নিহত মাহিনের বড় ভাই মামুন ঘটনার খবর শুনে ছুটে এসে ভাইয়ের নিথর দেহ দেখেন। তিনি বলেন, আমার ভাই সকালে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল। কে জানতো সে আর জীবিত ফিরে আসবে না। তার সঙ্গে থাকা এক বন্ধুও মারা গেছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা পুলিশ পাঠাই। স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সাবেদ আলী বলেন, তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহায়তা করেন এবং বায়োজিদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেন।