‘১ টাকায় ১ বেলা ভরপেট খাওয়া’র ১৫০তম সপ্তাহ পালন

নওগাঁয় ‘১ টাকায় ১ বেলা ভরপেট খাওয়া’ আয়োজনের ১৫০তম সপ্তাহ উদযাপন করা হয়েছে। সামাজিক সংগঠন ফ্রেন্ডস প্যানেলের উদ্যোগে সমাজের দরিদ্র ও অসহায় মানুষকে এই খাবার খাওয়ানো হয়।
আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে শহরের মরছুলা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী।
আলোচনাসভা শেষে এক টাকায় প্রায় ২০০ এতিম, দরিদ্র ও অসহায় মানুষকে এক বেলঅ ভরপেট খাবার খাওয়ানো হয়।
সংগঠনটির সভাপতি রিমন আলী মৃধার সভাপতিত্বে এ সময় উপদেষ্টা মানস চৌধুরী, সাধারণ সম্পাদক আলী হোসেন, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বি, আরমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক আলী হোসেন বলেন, আমরা দেখি রাস্তায় অনেক অসহায় মানুষ খাবার পায় না। বিশেষ করে শুক্রবার শহরের বেশিরভাগ দোকানপাট, হোটেল বন্ধ থাকে। এতে গরিব ও অসহায় মানুষগুলো সেদিন দুপুরে খাবার পায় না। সে উপলব্ধি থেকে আমরা ফ্রেন্ডস প্যানেলের উদ্যোগে প্রতি শুক্রবার দুপুরে এক টাকায় এক বেলা ভরপেট খাবার বিতরণ করে থাকি।
এক টাকা দিয়ে কেন? এমন প্রশ্নের জবাবে আলী হোসেন বলেন, অনেক মানুষ আছে যারা সাহায্য নিতে চায় না বা অনেকে ফ্রি খাবার খেতে চায় না। যার ফলে আমরা এক টাকা মূল্যের বিনিময়ে খাবার দিয়ে থাকি।
সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে আগামীতে আরও বড় পরিসরে সপ্তাহে তিন-চার দিন খাবার বিতরণের এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান সংগঠনটির সাধারণ সম্পাদক।
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’ এ স্লোগানে নওগাঁর ফ্রেন্ডস প্যানেলের সদস্যরা ১৫০ সপ্তাহ ধরে নিয়মিতভাবে প্রতি সপ্তাহে এক টাকায় এক বেলা ভরপেট খাবারের আয়োজন করে আসছে।