জুলাই সনদে একমত পোষণ করেছি : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে যেসব প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার, তার সবই করছে বিএনপি। জুলাই সনদে একমত পোষণ করেছি।
আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর মঈনুল ইসলাম মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার প্রধান শায়খুল হাদিস শেখ আহমেদ, মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে যেসব প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার তার সবই করছে বিএনপি। ৫১টি বাদে বাকি সব সুপারিশে ঐকমত্য কমিশনের সঙ্গে কোনো দ্বিমত নেই বিএনপির।’
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা সব সংস্কারের প্রস্তাবে ঐকমত্য পোষণ করেছি, কয়েকটিতে দ্বিমত পোষণ দিয়ে। আমরা জুলাই সনদে একমত পোষণ করেছি, স্বাক্ষর করতে রাজি আছি। আমরা সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি প্রশ্ন তোলেন, সংস্কারের সঙ্গে কারা নেই, কারা নির্বাচন বিলম্বিত করতে চায়, সেটা জাতি দেখবে। নির্বাচনের বিষয়ে সব গণতান্ত্রিক শক্তি আজ ঐক্যবদ্ধ।
এর আগে ফটিকছড়ির আল জামেয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর (কওমি) মাদ্রাসার প্রধান কার্যালয়ে হেফাজত আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে বিএনপি নেতারা বৈঠকে বসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল, সদ্য বিলুপ্ত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ হেফাজতে ইসলামের নেতারা।