নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে : আব্দুস সালাম

বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন নিয়ে অনেক রকম পরিকল্পনাও হচ্ছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। বিগত জুলাই-আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী বিএনপির ভাইস চেয়ারম্যানের তারেক রহমান। তার নেতৃত্বে আগামী নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বেলকুচি উপজেলা বিএনপির আয়োজনে আলহাজ সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বর থেকে বিজয় র্যালি ও গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আজাদ এসব কথা বলেন।
আব্দুস সালাম আরও বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার জুলাই আগস্টের আন্দোলনের সময় বিএনপিসহ দলীয় বহু নেতা-কর্মীকে ও আন্দোলনকারীদের হত্যা করেছে, গুম করেছে। তারেক রহমানের নেতৃত্বেই ফ্যাসিস্ট হাসিনার কারফিউ ভঙ্গ করে এক দফা দাবি আদায়ের আন্দোলনে মাঠে নেমে বিতাড়িত করা হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।
এসময় তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ গোলাম মওলা খাঁন বাবলু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব বনি আমিন, পৌর আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, জেলা বিএনপির সদস্য আকসেদ আলী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ আল কায়েস সহ বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।