কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ শুরু

রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মঞ্চে উপস্থিত হওয়ার পরপরই সমাবেশ শুরু হয়।
আজ রোববার (৩ আগস্ট) ‘নতুন বাংলাদেশের ইশতেহার' ঘোষণার লক্ষে সমাবেশের আয়োজন করে দলটি। বিকেল ৪টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সমাবেশ শুরু হয় ৫টায়।
মঞ্চে উপস্থিত হয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারী, হান্নান মাসুদ, ডাক্তার তাসনিম জারা, সামান্থা শারমিন, নিজাম উদ্দিনসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

আজকের সমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজকের সমাবেশ ঘিরে শহীদ মিনারের সামনে নেতাকর্মীদের বসার জন্য বিছানো হয়েছে লাল কার্পেট। শহীদ মিনারের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ডিজিটাল পর্দা। জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা সেখানে প্রদর্শন করা হচ্ছে।