ইসিতে শর্ত পূরণে তথ্য জমা দিয়েছে ৮০টি দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৫টি রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে। দলগুলোর আবেদন যাচাই বাছাই করে কিছু তথ্য ঘাটতি থাকায় সে সংক্রান্ত কাগজপত্র ৩ আগস্টের মধ্যে দাখিলের জন্য ১৫ দিন সময় দিয়ে ১৪৫টি দলকে চিঠি দেওয়া হয়। এর মধ্যে মোট ৮০টি দল ঘাটতি সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছে।
রোববার (৩ আগস্ট) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গত ২২ জুলাই বলেছিলেন, নিবন্ধন প্রত্যাশী ১৪৫টি দলই ইসির প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে পারেনি। ১৫ দিন সময় দিয়ে দলগুলোকে চিঠি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ১৫ দিনের মধ্যে যেসব দল শর্তপূরণ করতে পারবে তাদের বিষয়ে তদন্ত হবে। আর যারা শর্ত পূরণ করতে পারবে না তাদের বিষয়ে তদন্ত করতেও দেওয়া হবে না।
এরফলে আইন অনুযায়ী ঘাটতি তথ্য না দেওয়া বাকি ৬৫টি দলের নিবন্ধনের আবেদন বাতিল হয়ে যাবে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসিতে ১৪৫টি দলের ১৪৭টি নিবন্ধন আবেদন জমা পড়ে। আগ্রহী দলগুলো নিবন্ধনের শর্তপূরণে প্রয়োজনীয় কাগজসহ ২২ জুনের মধ্যে আবেদনের শেষ সময় ছিল।
১৪৫টি দলের নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই করে প্রতিবেদন তৈরি করতে ইসি সচিবালয়ের ২০ জন কর্মকর্তা কাজ করছে। এ সংক্রান্ত কমিটির বৈঠকে নিবন্ধন বিধি অনুযায়ী ত্রুটি সংশোধনের সময় দেওয়ার সিদ্ধান্ত হয়।
আবেদনপত্র যাচাই-বাছাই শেষে টিকে থাকা দলগুলো নিবন্ধন শর্ত পূরণ করছে কিনা তা যাচাই করতে মাঠ পর্যায়ের প্রতিবেদন নেবে কমিশন।