অনৈক্য ও স্যাবোট্যাজের কারণেই এমন পরিস্থিতি : মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। জনমনে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
মাহফুজ আলম তার স্ট্যাটাসে লিখেন, ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।
আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এই স্ট্যাটাস দেন। তথ্য উপদেষ্টার ওই স্ট্যাটাস দেওয়ার আধা ঘণ্টার মধ্যেই প্রায় ১৪ হাজার লাইক, ২১ কমেন্ট ও আড়াই হাজারের মতো শেয়ার হয়।
এই স্ট্যাটাসে আল হাসিব খান আনন্দ নামের একজন কমেন্ট করেন, ১ বছরের মাথায় এমন পরিস্থিতি কেন? এর জবাবে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অনৈক্য এবং স্যাবোট্যাজ।
মাহবুব হাবিব নামের আরেকজন কমেন্ট করেন, ১/১১ এখন আর শুধুমাত্র একদিনের ঘটনা নয়, এটা একটা রাজনৈতিক মডেল। রূপ বদলেছে, কৌশল বদলেছে, কিন্তু রেশনাল সেই একই : গণতন্ত্রহীনতা, সিভিল প্রশাসনের সামরিকীকরণ এবং আইনশৃঙ্খলার নামে শাসনযন্ত্রের নিপীড়ন।
আজকের রাষ্ট্র কাঠামো দিনকে দিন সেই মডেলেরই দীর্ঘায়িত সংস্করণ হয়ে উঠছে বিনা পোশাকে, কিন্তু একই হিংস্রতা ও কর্তৃত্ববাদ নিয়ে।
এই কমেন্টের উত্তরে মাহফুজ লেখেন, সেটাকেই পুরাতন বন্দোবস্ত বলেছি। নতুন বন্দোবস্তের লড়াই দীর্ঘ। কোনো শর্টকাট নাই।
প্রথম স্ট্যাটাসে মাফফুজ আলম লিখেছিলেন, ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! এই স্ট্যাটাস পরে এডিট করে তিনি যুক্ত করেন, তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।
শ্যামলী সুলতানা নামের একজন লিখেন, এডিট করেছেন কেন ভাই? জবাবে মাহফুজ লিখেন, জুলাই জয়ী হবে, এটা বলতে হবে না?