সংবিধানে যুক্ত করা হবে জুলাই ঘোষণাপত্র

দীর্ঘ প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন প্রধান উপদেষ্টা।
ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকার ‘জুলাই ঘোষণাপত্র’ সংস্কারকৃত সংবিধানের তফসিলে সন্নিবেশিত করা হবে।
এছাড়া ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়।