সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক

সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
বুধবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, বনদস্যু আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে শরবতখালী এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালান।
অভিযানের সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা আত্মসমর্পণের আহ্বান জানিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে ৩টি একনালা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় খুলনার পাইকগাছা থানার দুই বাসিন্দা- মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসানকে (২৭)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে তারা বনদস্যু আসাবুর বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি এবং অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহায়তা করে আসছিলেন।