ফেনীতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

ফেনী পানি উন্নয়ন বোর্ডে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৬ আগস্ট) সকাল থেকে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি দল এ অভিযান শুরু করে।
অভিযানে উপসহকারী পরিচালক মো. জাহিদ হোসেনসহ আরও কয়েকজন কর্মকর্তা অংশ নেন। তারা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প, লেনদেন ও নথিপত্র যাচাই করছেন।
জানা গেছে, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর তীর রক্ষাবাঁধ প্রতিবছরই ভাঙনের কবলে পড়ে। এতে বারবার প্লাবিত হচ্ছে ফেনীর বিভিন্ন জনপদ। গত বছরের ভয়াবহ বন্যায় মারা গেছেন ২৯ জন। ক্ষতি হয়েছে শত কোটি টাকারও বেশি। চলতি বছরও দুই দফায় বাঁধ ভেঙে ২৩৮ কোটি ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।
স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের দায়সারা সংস্কার কাজ ও অনিয়ম-দুর্নীতির কারণেই এ ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব দাবিতে গত ২৩ জুলাই ফেনীর নাগরিক সমাজ পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘিরে পদযাত্রা করে।
দুদকের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান জানান, অভিযোগের বিষয়ে সরেজমিন পরিদর্শন করা হবে। বিস্তারিত তদন্তের পর ৪৮ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট দেওয়া হবে।