ফেনীতে ৮ দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা

ফেনীতে প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
এ সময় আন্দোলনকারীরা তাদের ৮ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- টেকসই ও প্রজন্মভিত্তিক বাঁধ নির্মাণ, বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান, নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ, মুসাপুর ক্লোজার ও সংশ্লিষ্ট এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণ, খাল খনন ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ নিশ্চিতকরণ এবং ২০২৪ সালের বন্যায় সরকার ঘোষিত পুনর্বাসন প্রকল্পের প্রতিবেদন প্রকাশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসা, বাড়িঘর, ফসল, গবাদি পশু, মুরগি, মৎস্য খামারের সঠিক তথ্য প্রকাশ ও ক্ষতিপূরণ নিশ্চিতকরণ।
আন্দোলনকারীরা বলেন, বন্যায় ফেনীর মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে গেছে। এখনই সময় টেকসই পদক্ষেপ নেওয়ার। এই দাবিগুলো পূরণ না হলে আমরা আর পিছিয়ে যাব না।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে অবরোধ দেওয়া হবে।