রাজধানীতে জাল টাকা ও প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে জাল টাকা ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টারসহ মো. মিজানুর রহমান ওরফে মিলন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৬ আগস্ট) এ তথ্য জানানো হয়।
মিরপুর মডেল থানা সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার ১৪টি, ১০০ টাকার ১৮টি এবং ২০ টাকার ছয়টি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অফিস থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কালো রঙের ক্যানন প্রিন্টার জব্দ করা হয়।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।