ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল : ইসি

আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংসদ নির্বাচনের বিষয়ে আপনাদেরকে যেটা বলেছেন..., আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে দুই মাস আগে। ধরেই নিতে পারেন, এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথমার্ধেই আপনারা পাবেন।
আবুল ফজল মো. সানাউল্লাহ আরও জানান, প্রার্থী ও দলের আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভেতরে ও বাইরে পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ, দেশের বাইরে থাকা নাগরিকেরা ও দেশের ভেতরে যারা সরাসরি ভোট দিতে পারবেন না, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
সানাউল্লাহ বলেন, আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনের কাজ শুরু হয়েছে ও এই বিষয়ে আগামী সপ্তাহেও আলোচনা চলবে।
ইসি সানাউল্লাহ আরও জানান, নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে।