মুজিবকন্যা পালায় না, এখন ভারতে লুকিয়ে আছেন : শামসুজ্জামান দুদু

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকের টাকা কোথায় পাচার করেছেন প্রশ্ন রেখে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বার বার বলতেন মুজিব কন্যা পালায় না। মুজিবকন্যা পালায় না, এখন ভারতে লুকিয়ে আছে।’
আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বিএনপির নেতাদের সঙ্গে গণসমাবেশে শামসুজ্জামান দুদু এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বার বার বলতেন মুজিবকন্যা পালায় না। আপনার দৌড় বাংলাদেশের মানুষ দেখেছে। মুজিবের কন্যা বাংলাদেশকে অপমান করেছে। যারা আমাদের ভিসা বন্ধ করেছে, বর্ডার বন্ধ করেছে, আর প্রতিনিয়ত গুলি করে মানুষ মারছে। আপনি সে দেশেই জীবন বাঁচানোর জন্য লুকিয়ে আছেন।’
শামসুজ্জামান দুদু আরও বলেন, ফ্রেব্রুয়ারি মাসে নির্বাচন আসছে। সেখানে ধানের শীষ ছাড়া আর কেউ পাত্তা পাবে না বলে আমার মনে হয়। এবার সরকার গঠন হবে ধানের শীষের সরকার। যারা বাংলাদেশে মানবতা প্রতিষ্ঠা করবে। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি পরিশোধ করবে। বাংলাদেশে লাখ লাখ শিক্ষিত ও সক্ষম ব্যক্তিদের কাজের সংস্থান করবে। এ বিষয়গুলো বাস্তবায়ন করতে হলে ধানের শীষের সরকার দরকার।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।