বিএনপি জ্ঞান-বিজ্ঞানভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে : জিয়াউদ্দিন হায়দার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন, বিএনপি জ্ঞান ও বিজ্ঞানভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে এবং সেটিই ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে। কথার কথা রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না।
আজ শনিবার (৯ আগস্ট) নলছিটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন জিয়াউদ্দিন হায়দার।
এদিন সকাল ৯টায় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের প্রতিবন্ধী স্কুলে সুধী সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। সেখানে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুর ১২টায় কামদেবপুর (সাধুরহাট) এলাকায় ঐতিহ্যবাহী শীতলপাটি লোকশিল্প ঐতিহ্যবাহী পাটিকর বাড়ি পরিদর্শন করেন এবং তাদের সম্ভাবনা ও সমস্যা নিয়ে স্থানীয় শিল্পীদের সঙ্গে আলাপ করেন। জোহরের নামাজ শেষে হদুয়া দরবার শরিফে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বিকেল ৪টায় রাজাবাড়ীয়া খ্রিষ্টান পল্লী পরিদর্শন ও খ্রিষ্টানপল্লীতে মতবিনিময় সভা করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন। এ সময় ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদ সভাপতি ও বিএনপির সাবেক জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল ইসলাম তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তৌহিদ আলম মান্নাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, ‘বিএনপির শক্তি হলো সাধারণ জনগণ। শত শত মোটরসাইকেল শোভাযাত্রা কিংবা ব্যানার-পোস্টারের রাজনীতি সময় শেষ। এখন অন্যায়, অত্যাচার ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে দেশের উন্নয়ন সম্ভব। আগামীতে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক মানুষের জন্য একটি হেলথ কার্ড চালু করা হবে এবং প্রতিটি পণ্যের জন্য শিল্প স্থাপন করা হবে। দেশের প্রতিটি গ্রাম থেকে খুঁজে খুঁজে ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্য খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। এ অঞ্চলের শীতলপাটির জাতীয় ও আন্তর্জাতিক বাজার তৈরির জন্য ইতোমধ্যে গবেষণা চলছে। বিএনপি জ্ঞান ও বিজ্ঞানভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে এবং সেটিই ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে। কথা কথার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘দেশের জন্য এখন প্রয়োজন একটি নির্বাচিত সরকার, যার জন্য সরকার ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশকে নতুনভাবে সাজানো হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে জিয়াউদ্দিন হায়দার বলেন, আপনারা জনগণের কাছে যান, তাদেরকে ৩১ দফা সম্পর্কে বলেন, তাদের সুখ-দুঃখে পাশে থাকুন।
অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।