হত্যাসহ ১৩ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগনেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শওকত দেওয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামি শওকত দেওয়ানকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, জেলা গোয়েন্দা শাখা ও ডিবি পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। শওকত মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি থানার একাধিক হত্যা মামলাসহ মোট ১৩টি মামলার এজাহারভুক্ত আসামি।
শওকত দেওয়ান মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের মৃত জলিল দেওয়ানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।