আমি ইউনূস-শেখ হাসিনার দ্বন্দ্বের শিকার : টিউলিপ সিদ্দিক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেছেন। দ্য গার্ডিয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।
টিউলিপ সিদ্দিকের মতে, এই সমস্ত অভিযোগের মূলে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব। তিনি বলেন, ‘সত্যিটা হলো, মুহাম্মদ ইউনূস ও আমার খালা শেখ হাসিনার মধ্যকার দ্বন্দ্বের কারণে আমি পার্শ্ব ক্ষতির শিকার হচ্ছি।’
টিউলিপ সিদ্দিক জানান, গত সপ্তাহে তিনি জানতে পারেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাচলে তিনি তার পরিবারের জন্য একটি জমির প্লট নিয়েছিলেন— এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামী ১১ আগস্ট তার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তিনি এখনো জানেন না তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে। তিনি এই পরিস্থিতিকে একটি ‘ভয়ংকর দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেছেন।
বাংলাদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, টিউলিপ সিদ্দিক উপস্থিত না থাকলেও তার বিচার চলবে।
২০২৪ সালের জুলাইয়ে শেখ হাসিনার সরকার ক্ষমতা হারানোর পর এই অভিযোগগুলো সামনে আসে।

টিউলিপ বলেন, তিনি তার খালাকে রক্ষা করার জন্য কিছু বলছেন না। তিনি চান, বাংলাদেশের জনগণ তাদের চাওয়া অনুযায়ী বিচার পাক।
২০১৩ সালে তার খালা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ছবি প্রকাশিত হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তিনি বলেন, তখন তিনি কেবল পারিবারিক সফরে মস্কোতে ছিলেন ও কোনো রাজনৈতিক বিষয়ে জড়িত ছিলেন না।
টিউলিপ সিদ্দিক বলেন, আমি কেবল এই বড় রাজনৈতিক ঝামেলার শিকার। বাংলাদেশে যারা ভুল করেছে, তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু আমি তাদের মধ্যে একজন নই।