সাংবাদিক তুহিন হত্যা মামলায় একজনের দোষ স্বীকার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি। ছবি : এনটিভি
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামির মধ্যে শাহাজালাল দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে কড়া নিরাপত্তায় সাত আসামিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ওমর হায়দারের আদালতে তোলা হয়।
পুলিশ দুই দিন রিমান্ড শেষে তাদের আদালতে নেয়। গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী জানান, সাত আসামির মধ্যে আসামি শাহাজালাল হত্যাকাণ্ডের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। পরে আদালত তাদের সাবাইকে জেলহাজতে পাঠান।
গত ৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় হানিট্র্যাপ চক্রের ভিডিওচিত্র ধারণ করে খুন হন আজকের পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এই ঘটনায় বাসন থানার দুটি মামলা হয়। সেই মামলায় আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।