শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি বন্ধে আইন করতে হবে : ছাত্রদল সভাপতি

শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি বন্ধে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা অবস্থান করছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, প্রতিটি হলে ১০ থেকে ১৫ জন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী রয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি বন্ধে আইন করতে হবে।
আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় রাকিবুল ইসলাম এসব কথা বলেন।
রাকিবুল ইসলাম বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব। গত এক বছর ধরে ছাত্রদল কোনো ধরনের গোপন তৎপরতা ও অপরাধে জড়ায়নি। সাধারণ শিক্ষার্থীদের আবেগকে সম্মান জানিয়ে ছাত্রদল নতুন সময়ের রাজনীতি শুরু করেছে।
দুই যুগ পর এমসি কলেজে ছাত্রদলের এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পায়রা ও বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন রাকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।