কামাল মজুমদার ও তুহিন নতুন মামলায় গ্রেপ্তার

রাজধানীর দুই থানার পৃথক চার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মিরপুরে আব্দুল্লাহ কবির হত্যা মামলা ও আদহাম বিন আমিন হত্যাচেষ্টা মামলায় সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া শাফিক উদ্দিন আহমেদ আহনাফ হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার ও সাবিনা আক্তার তুহিনকে এবং পল্লবী থানার অস্ত্র মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গত বছরের ১৮ অক্টোবর রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ। অপরদিকে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে চলতি বছরের ২৫ জুন ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ি থেকে থেকে গ্রেপ্তার করা হয়।