হাসপাতালের পার্কিং লটে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ
রাজধানীর মৌচাক এলাকায় সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিং লটে একটি প্রাইভেটকার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
হাসপাতালের সূত্রে জানা যায়, ওই গাড়িটি শনিবার সকাল সাড়ে ৫টায় পার্কিংয়ে প্রবেশ করেছিল।
নিরাপত্তা কর্মীরা জানান, গাড়ির ভেতরে একজন রোগী ছিলেন।
গাড়িটি দুই দিন ধরে পার্কিংয়ে থাকায় সোমবার (১১ আগস্ট) দুপুরে নিরাপত্তাকর্মীরা গাড়ির মধ্যে দুইটি মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে।