কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধন বাতিল : ইসি

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নির্বাচন কমিশন সেই দলের নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক মুলতবি কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫-এর খসড়া চূড়ান্ত হয়েছে, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটে ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকছে। কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকলেও তাকে ‘না’ ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদি ‘না’ ভোট বেশি হয়, তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে তার প্রার্থিতা বাতিল হবে, এমনকি তিনি বিজয়ী হলেও। দুইজন প্রার্থী সমান ভোট পেলে লটারির পরিবর্তে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি আবুল ফজল আরও জানান, ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে গণনাকেন্দ্রগুলোতে সাংবাদিকদের উপস্থিত থাকার বিধান রাখা হয়েছে। তবে, সাংবাদিকরা গণনাকেন্দ্রের ভেতরে প্রবেশ করার পর ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সেখান থেকে বের হতে পারবেন না। এই পরিবর্তনগুলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে ইসি জানিয়েছে।