শিক্ষাবিদ-সুশীল সমাজের সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ। প্রথম দিনে শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে ইসি।
ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কর্মপরিকল্পনা ঘোষণার দিন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, সংলাপে অংশগ্রহণকারীদের সংস্কার বিষয়ে পরামর্শ থাকলে কর্মপরিকল্পনায় তা যুক্ত করা হতে পারে।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অংশীজনদের মতামত নিয়ে এগোতে চায় কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, ‘সংলাপ শুরু করি আগে। অনেক বিষয়ে মতামত দেবেন নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা। তাদের মতামত আমরা নোট নেব। সবাই মিলে প্রয়োজন মনে করলে তা কর্মপরিকল্পনায় যুক্ত করা হবে।’
এই সংলাপ অবশ্য শেষ পর্যন্ত কতটুকু সফলতা বয়ে আনবে, তা নিয়ে সুশীল সমাজের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সংশয় রয়েছে। তারা বলেন, এর আগেও বিভিন্ন সময়ে নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে সংলাপে বসেছে। কিন্তু আদতে কিছু হয়নি, বরং সরকার যেভাবে চেয়েছে, শেষ পর্যন্ত সবই সেভাবে এগিয়েছে।
সংলাপে অংশ নেবেন এমন একজন শিক্ষাবিদ নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত নির্বাচনগুলোর সময়ে যে সংলাপগুলো হয়েছে, তা বিশেষ কোনো উপকারে আসেনি। তবে এবার যেহেতু ভিন্ন একটি প্রেক্ষাপট, সেহেতেু আগের মতো করে সবকিছু হবে না বলে ধরে নেওয়া যায়।
সুশীল সমাজের একজন প্রতিনিধি, যাকে ইসি সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তবে, তিনি অসুস্থতার কারণে সংলাপে যেতে পারবেন না। তিনিও নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমি যেতে পারছি না। শরীরটা ভালো না। তবে, সংলাপের ব্যাপারে আমাদের অতীত অভিজ্ঞতা ভালো না। কিন্তু, এবার সবার মতামত গ্রহণ করা হবে বলে আমি আশা করছি। আলোচনা-সমালোচনা হোক। সংলাপকে আমি সবসময় পজিটিভ চোখে দেখি।’
গত ২৮ আগস্ট কর্মপরিকল্পনা ঘোষণা করার সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, আমরা কর্মপরিকল্পনা দিলাম, আর সব কিছু হয়ে গেল, তা তো নয়, এটা চলমান থাকবে। এর সঙ্গে সংযোজন হবে। নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন কাজ আসে, এগুলো একসঙ্গে সম্পূরক কাজ হিসেবে নেব।
ইসি সূত্রে জানা যায়, সংলাপে অংশ নিতে কমিশন ৩৩ জন শিক্ষাবিদকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে। অন্যদিকে সুশীল সমাজের ৩০ প্রতিনিধিকে অমন্ত্রণ জানানো হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টায় সুশীল সমাজের ৩০ প্রতিনিধির সঙ্গে এবং বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে, শারীরিক জটিলতাসহ নানা কারণে কেউ কেউ সংলাপে অংশ নিতে পারবেন না বলে জানা গেছে।
ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক বলেন, রোববার সকাল-বিকেল দু’দফায় সংলাপ অনুষ্ঠিত হবে।
আশাদুল হক আরও জানান, এই সংলাপ সরাসরি সম্প্রচার হবে ইসির অফিসিয়াল ফেসবুক পেজে ( https://www.facebook.com/share/1B1SJeBKUw/) এবং ইউটিউব চ্যানেলে (www.youtube.com/@BangladeshECS)।
দুর্গাপূজার ছুটি শেষ হলে অক্টোবরে নারী, নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় সাংবিধানিক এ সংস্থাটি।