চট্টগ্রামে এসআইকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ১৮

চট্টগ্রামের সল্টগোলা এলাকায় ছাত্রলীগের মিছিলের পর অভিযানের সময় পুলিশের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সন্দেহে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১১ আগস্ট) রাতে বন্দর থানার সল্টগোলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে সল্টগোলা এলাকায় ছাত্রলীগ একটি ঝটিকা মিছিল বের করে। এসময় পুলিশ ধাওয়ার পর অভিযানে সন্ত্রাসী ধরতে গিয়ে পুলিশের উপপরিদর্শক আবু সাঈদ ওরফে রানা ছুরিকাঘাতে গুরুতর আহত হন। রাত দেড়টার দিকে ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় অভিযানের সময় শাকিল, পুলিশের এসআইকে ঘাড় ও মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। শাকিলের সঙ্গে কয়েকজন সহযোগীও ঘটনাস্থলে ছিলেন। আহত এসআইকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রাতভর পুলিশ অভিযান চালিয়ে ১৮ সহযোগীকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে, তবে শাকিল এখনও পলাতক রয়েছে।
সিএমসির উপ-কমিশনার আমিরুল ইসলাম জানান, আটকরা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। তাদের কাছ থেকে বিপুল ধারালো অস্ত্র উদ্বার করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, ‘এসআইকে আঘাত করার পরও আমাদের অভিযান থামেনি। শিগগিরই মূল আসামিকেও ধরার ব্যবস্থা নেওয়া হবে।