আনন্দমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ

দায়িত্ব নেওয়ার ৯ দিনের মাথায় ময়মনসিংহ সরকারি আনন্দমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাকির হোসেনকে অপসারণের দাবিতে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বারান্দায় বিক্ষোভ শুরু করে।
শিক্ষার্থীরা এ সময় বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষেকে স্বৈরাচারের দোসর বলে উল্লেখ করে স্লোগান দেয়।
বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষ তালাবদ্ধ ছিল এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের অন্য বিভাগে বসে ছিলেন।
শিক্ষার্থীদের বিক্ষোভের ভিডিওতে দেখা যায়, কলেজশিক্ষক আতিকুর রহমান শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে মোবাইলফোনে কলেজের ভাপরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ সাকির হোসেন বলেন, ছাত্রদের বিভিন্ন দাবি-দাওয়া আছে। একটি পক্ষ এসব করছে। আমার অফিস কক্ষ এখনও তালাবদ্ধ। আমি কলেজেই আছি, তবে অন্য ডিপার্টমেন্টে বসে আছি। বিস্তারিত পরে জানাব।
এরপরই মোবাইলফোনের সংযোগ কেটে দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
এর আগে গত ৩১ জুলাই আনন্দমোহন কলেজের অধ্যক্ষ আমান উল্লাহকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) পদায়ন করে শিক্ষা মন্ত্রণালয়। একই চিঠিতে কলেজের বর্তমান উপাধ্যক্ষ অধ্যাপক সাকির হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গত ৩ আগস্ট চিঠি পেয়ে অধ্যক্ষ আমান উল্লাহ বেলা সোয়া ১টায় দায়িত্ব বুঝিয়ে দিয়ে কলেজ ত্যাগ করেন এবং উপাধ্যক্ষ অধ্যাপক সাকির হোসেন অধ্যক্ষের চেয়ারে বসে অফিস কার্যক্রম শুরু করেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সেখানে অবস্থান করছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।