পদ্মার ভাঙনের কবলে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় বাজার

উজানের ঢলে সৃষ্ট তীব্র ঘূর্ণিস্রোতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার ও সংলগ্ন নদী তীরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাত থেকে শুরু হওয়া ভাঙনে শতবর্ষী এ বাজারের অন্তত দুটি দোকান নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত চারটি প্রতিষ্ঠান। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাজারের শতাধিক ব্যবসায়ী ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মাঝে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে পদ্মায় তীব্র স্রোত বইছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে নদী তীরে ফেলা জিও ব্যাগ সরে গেলে ভাঙন শুরু হয়। অল্প সময়ের মধ্যেই আলমাস বেপারীর পাটের গোডাউন এবং উজ্জ্বলের দোকান নদীতে বিলীন হয়। এছাড়া আলমগীর এরশাদ খাঁসহ আরও কয়েকজনের দোকানের জমি ভেঙে পড়েছে, যা যেকোনো সময় ধসে যেতে পারে। পরিস্থিতি অবনতি হওয়ায় ব্যবসায়ীরা মালামাল ও টিন-কাঠের অবকাঠামো সরিয়ে নিতে শুরু করেছেন।
দিঘীরপাড় বাজারে দীর্ঘদিন ধরে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও প্রতিবারই ভাঙনের শিকার হতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, পানি বেড়ে যাওয়ার কারণেই ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, দিঘীরপাড় বাজারে সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।