৭১ শতাংশ মানুষ পিআর সিস্টেমের পক্ষে : জামায়াত নেতা মুজিবুর

রাজশাহীতে জামায়াতে ইসলামির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সারা পৃথিবীতে ৯১টি দেশে পিআর সিস্টেম চালু আছে এবং বাংলাদেশের ৭১ ভাগ মানুষ এই ব্যবস্থার পক্ষে মত দিয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহের দিয়াড় মানিক চক উচ্চ বিদ্যালয় মাঠে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অধ্যাপক মুজিবুর রহমান এ কথা বলেন।
এসময় জামায়াতের পক্ষ থেকে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ৫ আগস্টের বিপ্লবের দুটি প্রধান দিক ছিল : ‘উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘দেশকে দ্বিতীয় স্বাধীনতা দেওয়া।’ প্রথম স্বাধীনতার উদ্দেশ্যগুলো বাস্তবায়িত হয়নি। আমরা গণতন্ত্র চেয়েছিলাম, কিন্তু গণতন্ত্র হয়নি। বরং দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, বিনা ভোটে নির্বাচন করা হয়েছে।
রাজশাহী-১ আসনের সাবেক এই এমপি বলেন, পিআর সিস্টেমে ভোট হলে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে এবং প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। এতে মারামারিও হবে না, কারণ ব্যক্তি নয়, দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অসুস্থ মানুষের পাশে যেমন ফলমূল ও হাদিয়া নিয়ে যাওয়া হয়, তেমনি জামায়াতে ইসলামী অসহায় মানুষের পাশে দাঁড়াতে এসেছে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলটির জেলা আমির আব্দুল খালেক, জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা এবং রাজশাহী মহানগর জামায়াতের যুববিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চর আষাড়িয়াদহ ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহিল কাফী।