বিস্ফোরক মামলার পলাতক আসামিকে ছেড়ে দিল পুলিশ

বরিশালের উজিরপুরে বিস্ফোরক মামলার পলাতক আসামি ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলামকে (৫৫) স্থানীয় জনতা হাতে-নাতে ধরেও মুচলেকায় ছেড়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উজিরপুর মডেল থানার সামনের এক দোকান থেকে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ মানুষ শহিদুল ইসলামকে চিহ্নিত করে ঘিরে ধরে। পরে তারা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। শহিদুলের অস্থায়ী বাড়ি শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা গ্রামে এবং স্থায়ী বাড়ি আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
থানা সূত্রে জানা গেছে, শহিদুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতাসীন দলের সময় তিনি বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করতেন।
উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জ্যোতির্ময় হালদার জানান, স্থানীয় জনতা শহিদুল ইসলামকে থানায় সোপর্দ করেন। এরপর তিনি পুলিশি হেফাজতে ছিলেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।