কসবায় হাফেজ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পবিত্র কোরআনের হাফেজ শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক সংগঠন সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লোকমান হোসেন পলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন। এ সময় উপকারভোগী হাফেজ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পেলেও হাফেজ শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। সবুজ সংঘের এ উদ্যোগ প্রশংসনীয় ও অনুকরণীয়।
পরে হাফেজ শিক্ষার্থীরা প্রধান অতিথির হাত থেকে এককালীন শিক্ষাবৃত্তি গ্রহণ করেন।
২০২১ সাল থেকে সবুজ সংঘ উপজেলায় অসহায় ও প্রতিবন্ধী ভাতা, হাফেজ শিক্ষার্থীদের শিক্ষাভাতা, এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি প্রদান, ইফতার ও ঈদসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।