বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দর বন্ধ

বিশ্বকর্মা পূজা উপলক্ষে আগামীকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার যথারীতি স্বাভাবিকভাবে চলবে।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারক মিয়া জানান, ভারতের সরকারি ছুটির কারণে সেদিন দুই দেশের মধ্যে কোনো বাণিজ্যিক কার্যক্রম হবে না। ফলে স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল ও আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
ফারক মিয়া আরও জানান, একদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে আবার স্বাভাবিক নিয়মে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
প্রতি বছর বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতের ত্রিপুরাসহ বিভিন্ন অঞ্চলে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে সীমান্তবর্তী স্থলবন্দরগুলোতে সাময়িকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। তবে যাত্রী পারাপার চালু থাকায় ভ্রমণকারীদের কোনো ভোগান্তি পোহাতে হয় না।