বেগম খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী আজ শুক্রবার (১৫ আগস্ট)। বিগত কয়েক বছরের মতো এবারও তার জন্মদিনের আয়োজনে কেক না কাটার জন্য দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেছেন দলটির নেতাকর্মীরা।
জয়পুরহাটে দেশনেত্রী খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী উদযাপন

জয়পুরহাট থেকে প্রতিবেদক শাহজাহান সিরাজ মিঠু জানান, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে শহরের জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের শারীরিক সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্ব দোয়া মাহফিলে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল,সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান উপস্থিত ছিলেন। এ ছাড়া বাদ জুমা জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদসহ শহরের সব মসজিদে ও জেলার পাঁচ উপজেলায় মসজিদগুলোতে দোয়া ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত

গোপালগঞ্জ থেকে প্রতিবেদক মাহবুব হোসেন সারমাত জানান, গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া-মোনাজাত অনুষ্ঠানে বেগম জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘ জীবন কামনা করা হয় । এরআগে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের সংক্ষিপ্ত বক্তব্য দেন। এতে বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বরিশালে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া অনুষ্ঠিত

বরিশাল থেকে প্রতিবেদক আক্তার ফারুক শাহিন জানান, বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বরিশালে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করেছে বিএনপি। দুপুর ১২টায় বিএনপির সদর রোডের দলীয় কার্যালয়ে এই কর্মসূচি করেছে জেলা বিএনপি (দক্ষিণ)। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির (দক্ষিণ) আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহীন প্রমুখ।
পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত হয়। বিকেলে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে একই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে রূপগঞ্জে মিলাদ ও দোয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এনটিভি অনলাইনের প্রতিবেদক শাকিল আহম্মেদ জানান, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রূপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার দাউদপুর ইউনিয়নের পূর্বাচল আল-তাক্বওয়া মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি হাজী সেলিম আহম্মেদের সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজ মাস্টার, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া, দাউদপুর ইউনিয়ন বিএনপির ক্রিয়াবিষয়ক সম্পাদক আফরান উদ্দিন ভূইয়া, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কবির ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ময়মনসিংহে খালেদা জিয়ার জন্মদিন উদযাপিত

ময়মনসিংহ থেকে প্রতিবেদক আইয়ুব আলী জানান, ১৫ আগষ্ট ময়মনসিংহে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে রান্না করা খাবার বিতরণ, কোরআন খানি, দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা জেলা ও মহানগর বিএনপি শিকারিকান্দা মাদ্রাসা ও নতুনবাজার দলীয় অফিসে এসব কর্মসূচি পালন করেন নেতারা। কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রুকনুজ্জামান রুকন সরকার, দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ প্রমুখ।
অন্যদিকে মহানগর বিএনপির কর্মসূচিতে উপস্থিত ছিলেন আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও বিএনপির সহসাংগাঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাত আলী, কাজি রানা, এ কে এম মাহবুবুল আলম প্রমুখ।
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

খুলনা থেকে মুহম্মদ আবু তৈয়ব জানান, বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। আজ বেলা ১১টার দিকে কে ডি ঘোষ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এই অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল আলম মনা বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন,সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবুসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কুমিল্লার তিতাসে বেগম জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা থেকে প্রতিবেদক মাহফুজ নান্টু জানান, কুমিল্লার তিতাসে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যাগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বেলা ১১টায় তিতাস উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার। তিতাস বিএনপির সভাপতি মো. উসমান গনি ভুইয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন তিতাস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হোসেন মোল্লা। সঞ্চালনা করেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভুইয়া।
মোংলায় বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ

মোংলা থেকে প্রতিবেদক আবু হোসাইন সুমন জানান, মোংলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি সভাপতি মো. জুলফিকার আলী। আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিকসহ অন্যান্যরা।