কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কারাগারে

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। ফাইল ছবি
পল্টন থানার নাশকতার মামলায় জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এই আদেশ দেন।
আইনজীবী সাদেকুল ইসলাম ভুঁইয়া (জাদু) এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালে রাজধানীর পল্টন থানার একটি নাশকতার মামলায় বাবুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষে ২ বছর ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। তৎকালীন পল্টন থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে। সেই সময় বাবুল পলাতক থাকায় তার অনুপস্থিতিতে রায় দেওয়া হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়।