সিলেটের নতুন ডিসি ‘আলোচিত ম্যাজিস্ট্রেট’ সারওয়ার আলম

সারওয়ার আলম। ফাইল ছবি
সিলেটে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত কর্মকর্তা মো. সারওয়ার আলম।
আজ সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো।
এতে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ম্যাজিস্ট্রেট হিসেবে সারওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি ও ভেজালবিরোধী অভিযান দেশের মানুষের কাছে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছিল।
সারওয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে কর্মরত।