সীতাকুণ্ডে ছয় দিনে ৩ মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর, ভাটিয়ারী, সৈয়দপুর ইউনিয়নে গত ছয় দিনে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকেও সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দ সালামত উল্লার পুকুর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, আজ ক্ষতবিক্ষত একটি মরদেহ পুকুরে ভাসতে দেখে তারা। পরে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হয়, কয়েক দিন আগে মারা গেছে।
সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহমদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আজ একটি মরদেহ উদ্ধার করা হয়। মৃত নারীর বয়স আনুমানিক ৩৫। মৃত্যুর কারণ এখনও বলা যাচ্ছে না।
এ ছাড়া গতকাল রোববার উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১নং ওয়ার্ড জাহানাবাদ কদমরসুল এলাকার এ জে শিপ-ইয়ার্ডের সাগর উপকূল থেকে অর্ধ গলিত একটি মরদেহ উদ্ধার করা হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ-সীতাকুণ্ড মানবিক টিম শাখার সহযোগিতায় নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গত মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাংলাবাজার সাগর উপকূল এলাকা থেকে অর্ধ গলিত একটি মরদেহ উদ্ধার করা হয়।
গাউসিয়া কমিটি সীতাকুণ্ড মানবিক টিম শাখার টিম লিডার মোহাম্মদ রমজান আলী নাসির গণমাধ্যমকে বলেন, গত ছয় দিনে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মোহাম্মদ ওয়ালি উদ্দিন আকবর বলেন, আজ সৈয়দপুর ইউনিয়নে একটি মরদেহ উদ্ধার করা হয়। এর আগে খবর পেয়ে সাগর উপকূলে ভেসে আসা দুটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়।