সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজহারে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি করপোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দুই কোটি ৬০ লাখ টাকা আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগে জাহাঙ্গীর আলমসহ সাতজনের বিরুদ্ধে দুদক কর্তৃক মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মামলার আসামিরা হলেন—গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের কোনাবাড়ি শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. মোতালিব হোসেন, শামীম হোসাইন (৪১), মো. আশরাফুল আলম রানা ওরফে রবিন, মো. শহিদুল ইসলাম, প্লটু চাকমা ও গাজীপুর সিটি করপোরেশনের সার্ভেয়ার (চুক্তিভিত্তিক) মো. মোকলেছুর রহমান (মুকুল)।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, আসামিরা অসৎ উদ্দেশ্যে, অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে প্রতারণামূলকভাবে অভিনব উপায়ে প্রিমিয়ার ব্যাংক লি. কোনাবাড়ি শাখা ‘গাজীপুর সিটি করপোরেশন’ নামীয় ভুয়া ব্যাংক হিসাব খুলে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় গাজীপুর সিটি করপোরেশনের মোট দুই কোটি ৬০ লাখ ২৪ হাজার ৯৯৫ টাকা আত্মসাত করে। যা দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শান্তিযোগ্য অপরাধ।