বাগেরহাটে সর্বদলীয় সম্মিলিত কমিটির সকাল-সন্ধ্যা হরতাল কাল

বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন বিলুপ্ত ও অপর আসনগুলো বিভাজনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আজ রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম, এ সালামের নেতৃত্বে আগামীকালের সকাল-সন্ধ্যা হরতাল বাস্তবায়নে এ বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলটি বাগেরহাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, বাগেরহাটের চারটি আসনের মধ্য থেকে একটি আসন বিলুপ্তি ও বাকি আসনগুলোর সীমানা বিভাজন করেছে ইসি। ইসির এ সিদ্ধান্ত আমরা মানি না, মানব না। আমরা বাগেরহাটের চারটি আসনই বহাল চাই।
বাগেরহাটের চারটি আসন বহাল রাখার দাবিতে আগামীকাল সোমবার পুরো জেলায় সকাল-সন্ধ্যা হরতাল, মঙ্গলবার জেলাজুড়ে বিক্ষোভ, বুধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি। এরপর নতুন করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে জেলা বিএনপিনেতা এম এ সালাম।