বাগেরহাটের চারটি আসনই বহালের দাবিতে হরতাল, নির্বাচন অফিসে তালা
বাগেরহাটের চারটি সংসদীয় আসনই বহাল রাখার দাবিতে জেলা সদরসহ নয়টি উপজেলায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টায় শুরু হওয়া এ হরতাল-অবরোধ কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ভোর থেকেই বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটি। এছাড়া বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম, এ সালামের নেতৃত্বে জেলার কোর্ট, নির্বাচন অফিস, নওয়াপাড়া মোড় ও কাটাখালী মোড়ে অবস্থান নিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। হরতালের কারণে বাগেরহাটের সকল উপজেলায় নদী পারাপার, যানচলাচল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, দোকানপাট বন্ধ রয়েছে। দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ এ হরতাল পালন করছে।
এদিকে এ দাবিতে আজ সকালে বাগেরহাট জেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সমন্বয়ক এম,এ সালাম বলেন, আমরা আমাদের চারটি আসন বহাল রাখার দাবিতে ইসিতে আপত্তি জানালেও ইসি তা অগ্রাহ্য করে তিনটি আসন রেখে গেজেট প্রকাশ করেছে। আমরা ইসির গেজেট প্রত্যাখান করে বলতে চাই, আমাদের চারটি আসনই ফিরিয়ে দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবো। আজকের হরতালে সারা দেশের সঙ্গে বাগেরহাট জেলা বিচ্ছিন্ন হয়ে গেছে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ইসি বাগেরহাট জেলার চারটি আসন থেকে একটি আসন কেটে গাজীপুরে একটি আসন বাড়ানোর সিদ্ধান্তের খসড়া প্রকাশ করে। এতে ঘোর আপত্তি জানিয়ে চারটি আসনই বহালের দাবিতে কমিশনে লিখিত আপত্তি জানান বাগেরহাটবাসী। এরপর সেই আপত্তির প্রেক্ষিতে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেটে ইসি শুধু সীমানা বিভাজনে নতুনত্ব আনে। কিন্তু ইসির গেজেটে আসন বিলুপ্তি বহাল থাকে। যার প্রেক্ষিতে ফের চারটি আসন বহাল রাখার দাবিতে হরতাল-অবরোধ কর্মসূচির ডাক দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি।