চৌদ্দগ্রামে ট্রাক্টর উল্টে কিশোর নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে মোহাম্মদ ফাহিম (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ফাহিম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আদারমানিক গ্রামের আবুল বাশার ওরফে জামালের ছেলে। সে দুর্ঘটনাকবলিত ট্রাক্টরের হেলপার ছিল।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো হালচাষ শেষে ট্রাক্টর চালক মোহাম্মদ রাসেল হেলপার ফাহিমকে গাড়িটি পরিষ্কার করার জন্য বলে বাজারে মোবাইল মেরামত করতে যান। পরিষ্কার কাজ শেষ হলে ফাহিম নিজে ট্রাক্টর চালিয়ে মহাসড়কে উঠানোর চেষ্টা করে। এ সময় গাড়িটি উল্টে গেলে ফাহিম চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় মরদেহ এবং দুর্ঘটনাকবলিত ট্রাক্টর উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ট্রাক্টর চালক মোহাম্মদ রাসেল বলেন, প্রতিদিনের মতো হালচাষ শেষ করে হেলপার ফাহিমকে গাড়ি পরিষ্কার করতে বলে আমি বাজারে যাই। কিছুক্ষণ পর খবর পাই ফাহিম গাড়ির নিচে চাপা পড়েছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।