কালিয়ায় ইউটিউব দেখে তরমুজ চাষে সাফল্য

গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন অসিত বিশ্বাস। তিনি ইউটিউব দেখে এই সাফল্য অর্জন করেন। তার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের ডুটকুড়া গ্রামে।
অসিত বিশ্বাস জানান, চার বছর আগে ইউটিউব থেকে আধুনিক কৃষি পদ্ধতি দেখে তরমুজ চাষ শুরু করেন তিনি। প্রথম দিকে ভালো ফলন না হলেও গত বছর উপজেলা কৃষি অফিসের পরামর্শে ভালো ফলন পান। এ বছর তিনি সাত বিঘা মাছের ঘেরের পাড়ে তৃপ্তি জাতের গ্রীষ্মকালীন তরমুজ আবাদ করেন। তিন হাজার চারা রোপণ করলেও ৩০০ চারা মরে গেছে। তবুও এ বছর ফলন ভালো হয়েছে। খরচ হয়েছে প্রায় ৯০ হাজার টাকা।
অসিত বিশ্বাস আশা করছেন, বাজারে ভালো দাম পেলে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা লাভ হবে।
ইতোমধ্যে অসিত বিশ্বাসের ঘেরে হলুদ রঙের তরমুজ দেখতে স্থানীয় কৃষকরা ভিড় করছে। তারা এ উদ্যোগ দেখে উৎসাহিত হচ্ছে।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন বিশ্বাস বলেন, কৃষকের ঘেরের পাড়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষে ভালো ফলন হয়েছে। কৃষি অফিস চাষিদের তথ্যপ্রযুক্তি ও জৈব সার ব্যবহার করে কাজ করার পরামর্শ দিয়ে থাকে।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমন সরকার জানান, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে তরমুজ চাষ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এ উদ্যোগ কৃষিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।