ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পলিপ্রোপিলিন জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল মালিকবিহীন উন্নতমানের পলিপ্রোপিলিন জব্দ। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল মালিকবিহীন উন্নতমানের পলিপ্রোপিলিন (প্লাস্টিকের কাঁচামাল) জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযানে মালিকবিহীন একটি পিকআপ তল্লাশি করে দুই হাজার ৭৫০ কেজি পলিপ্রোপিলিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২০ লাখ টাকা।
বিজিবি জানায়, জব্দ করা পলিপ্রোপিলিন আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে সরাইল ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, বিজয়নগরের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আসা দুই হাজার ৭৫০ কেজি উন্নতমানের পলিপ্রোপিলিন জব্দ করা হয়েছে। সরাইল ব্যাটেলিয়ন (২৫-বিজিবি) এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।