সীমানা নির্ধারণ নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিজয়নগরের চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন দুই ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ।
অবরোধের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে এবং দুই পাশে ১০ থেকে ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
প্রতিবাদকারীরা জানান, তারা কোনোভাবেই নিজেদের এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে বিচ্ছিন্ন করতে দেবেন না এবং অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম এনটিভি অনলাইনকে জানান, সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় অবরোধ করে স্থানীয়রা। এরপর থেকে মহাসড়কে যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে প্রায় ১০-১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট ঢাকায় নির্বাচন কমিশনের শুনানিতে এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ও এনসিপি নেতাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।