ঘুষ ছাড়াই পুলিশে চাকরি পেলেন ১৬৭ জন

কোনো ধরনের ঘুষ ছাড়া ১২০ টাকা সরকারি ফি দিয়ে এবার রাজধানী ঢাকায় পুলিশ কনস্টেবলের চাকরি পেয়েছেন ১৬৭ জন। নিয়োগ পাওয়া সবাই হতদরিদ্র পরিবারের। পুলিশে চাকরি পাওয়ায় তারা গর্বিত। জানালেন সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের জন্য দায়িত্ব পালন করে মা-বাবার মুখ উজ্জল করবেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গেন্ডারিয়ায় পুলিশ ব্যারাকে ঢাকা জেলা পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করেছিলেন এক হাজার ৭৩৯ জন। এরা সবাই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। বাদ পড়েন ৯১৪ জন। উত্তীর্ণ হন ৮২৫ জন। এরা লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) লিখিত পরীক্ষা শেষে ১৬৭ জন কনস্টেবল পদে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হন। এর মধ্যে নারী ৮ জন ও পুরুষ ১৫৯ জন।

আনিসুজ্জামান বলেন, শুধুমাত্র ১২০ টাকা সরকারি ফি দিয়ে তারা চাকরি পেয়েছে। আর কোনো অর্থ প্রদান করতে হয়নি। এছাড়া প্রশিক্ষণের সময় তারা ভাতা পাবে। এরা যখন প্রশিক্ষণ শেষে মাঠে সেবার জন্য আসবে তারা জনআকাঙ্ক্ষা পূরণে ভুমিকা রাখবে।
নিয়োগ পাওয়া তরুণরা আবেগাপ্লুত কণ্ঠে ব্যক্ত করেন তাদের অনুভুতি। জানান, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের জন্য দায়িত্ব পালন করে মা বাবার মুখ উজ্জল করবেন। এছাড়া কোনো প্রকার ঘুষ ছাড়া চাকরি পাওয়ায় তরুণদের স্বজনরাও সন্তোষ প্রকাশ করেন।