ভুঞাপুরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়া

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দী এলাকায় অবস্থিত পুষ্ণকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। ২০১২ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি নানা অনিয়ম ও আর্থিক সংকটের কারণে কয়েক বছর আগেই বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, দিনের বেলায় সাধারণ মানুষের আনাগোনা থাকলেও সন্ধ্যার পর থেকে বন্ধ থাকা বিদ্যালয়টির পরিত্যক্ত টিনের ঘরগুলো মাদকসেবীদের দখলে চলে যায়। সেখানে প্রতিদিন মাদকসেবীরা জড়ো হয়ে নেশায় মেতে উঠে। রাতভর তাদের আড্ডা চলে। এর ফলে শুধু এলাকার পরিবেশই নষ্ট হচ্ছে না, সামাজিক অস্থিরতা ও চুরির ঘটনাও বৃদ্ধি পাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, পরিত্যক্ত টিনের ঘরের ভেতরে ও বাইরে নেশার উপকরণ ও খালি বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এখন থেকে পর্যবেক্ষণে রাখব। সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রাজিব হোসাইন বলেন, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। পরিত্যক্ত ভবনে অনেকের আনাগোনা হচ্ছে বলে আমরা অবগত আছি। বিষয়টি নিয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। যেহেতু প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা রয়েছে, সেখানে কার্যক্রম স্থানান্তরের জন্য অনুরোধ করা হয়েছে।