আখাউড়া দিয়ে ভারতে গেল ১১৯২ কেজি ইলিশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানে এক হাজার ১৯২ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দুটি পিকআপে করে মাছগুলো ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।
প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার। এসব ইলিশ ভারতে রপ্তানি করেছে যশোরের বেনাপোলের মাহতাব অ্যান্ড সন্স। মাছের আমদানিকারক আগরতলার পরিতোষ বিশ্বাস।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ৩৭টি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। প্রতি কেজির দাম সাড়ে ১২ ডলার নির্ধারণ করা হয়েছে। আজ একটি চালানে এক হাজার ১৯২ কেজি মাছ ভারতে পাঠানো হয়েছে।
স্থলবন্দরের মাছ রপ্তানিকারক মো. নেছার উদ্দিন ভুইয়া বলেন, দুটি পিকআপে ৫৩টি বাক্সে এক হাজার ১৯২ কেজি মাছ পাঠানো হয়েছে। আজ বিকেলে আরও কিছু ইলিশ পাঠানোর কথা রয়েছে।
ইলিশ রপ্তানি একসময় উন্মুক্ত থাকলেও ২০১২ সালে উৎপাদন সংকটের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। তবে ২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বিবেচনায় সীমিত পরিমাণে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হচ্ছে।
গত বছর দুই হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু রপ্তানি হয় এক হাজার ৩০৬ দশমিক ৮১৩ মেট্রিক টন ইলিশ। যা বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া রপ্তানি আদেশের ৪৪ ভাগ। অনেক প্রতিষ্ঠান ইলিশ না পেয়ে রপ্তানি করতে পারেনি। এবারও ইলিশ সংকট ও অতিরিক্ত মূল্যের কারণে নির্ধারিত পরিমাণ মাছ রপ্তানি করা সম্ভব হবে না বলে ধারণা করছে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো।